
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের সমর্থনে কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পৌর বিএনপিথর ২ নং ওয়ার্ডের সভাপতি মো: শফিকুল হক পনির। এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ। উঠান বৈঠক সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।