• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,, নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।।

নওগাঁয় পৌর মার্কেটের একটি কক্ষ থেকে বিপুল পরিমান বাংলা মদ উদ্ধারঃ আটক তিন জন/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২৬ পঠিত
আপডেট: সোমবার, ২৬ জুলাই, ২০২১

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর শহরের ক্ষুদ্র চাল বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে পৌর মাকেটে ব্যক্তিগত ভাবে ব্যবহৃত একটি অফিস কক্ষ থেকে বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার করেছে র‌্যাব। সেই সাথে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-5 জয়পুরপুর হাট ক্যাম্পের অধিনায়ক তৌকির আহম্মেদ জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঐ দু’টিকক্ষে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে অফিসের দু’টি কক্ষ থেকে কার্টূনে ভর্তি অবস্থায় এসব মদ উদ্দার করা হয়।কার্টূন ছাড়াও সেখানে থাকা ফ্রিজের মধ্যে ও মদের বোতল পাওয়া যায়। ঘটনার সময় সেখানে অবস্থানরত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শহরের বনানী পাড়ার ফিরোজ হোসেন(28), দূর্গাপুরের সুধীর চন্দ্র বিশ্বাস(35) এবং খাস নওগাঁ মহল্লার জয়নাল আবেদিন।স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানিয়েছেন ব্যক্তিগত অফিসের নামে ব্যবহৃত এসব কক্ষে সারারাত ধরে জুয়ার আসর বসতো। এই আসরে নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী নাটোর,রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা থেকে জুয়াড়ীরা এসে অংশ গ্রহন করতো। সেই সাথে চলতো মদের আসর।
স্থানীয়ভাবে ঐ কক্ষগুলো নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমূল হক মন্টু এবং বর্তমান কাউন্মিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনুর বলে জানা যায় ।এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনু বলেছেন ঘরগুলো তাদের আগে ছিল কিন্তু বিগত সাত দিন আগে সে গুলো অন্যত্র বিক্রি করেছেন। তবে কার নিকট বিক্রি করেছেন তা জানা সম্ভব হয় নি। এ রির্পোট লিখা পর্যন্ত নওগাঁ সদর থানায় একটি মামলা রজু এবং ধৃত আসামীদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।#

নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কামাল উদ্দিন টগর ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন জনের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫জুলাই) নিয়ামতপুর উপজেলার বান্দইল আমবাগানের পার্শে একটি বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার মূল আসামী নিয়ামতপুর উপজেলার বান্দইল গ্রামের মৃত তাইজুদ্দিন এর আনারুল ইসলাম (৫০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ খবর নিশ্চিত করেন।

গত শনিবার (২৪ জুলাই) বিকালে শিবপুর বেলহট্টি গ্রামে বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়ির ফেরার জন্য বিকালে ভ্যানযোগে রওনা হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ভ্যানচালক কৌশলে তাকে সন্ধ্যার পর নিয়ামতপুর উপজেলা ৬নং ইউনিয়নের বান্দইল নামক স্থানে আম বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘ঘটনার বিবরণে অভিযান চালিয়ে এক আসামিকে আটক করি’। এ বিষয়ে থানায় তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামী পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ