এইচ এম আকবর - কলাপাড়া, পটুয়াখালী।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামের কৃষিবিদ আহসান হাবিব এর দ্বিতীয় পুত্র ইমরুল আহসান মেহেদী নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবারিতে অধ্যায়নরত অবস্থায় বৃত্তি পেয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার বিরল সুযোগ অর্জন করেছেন। বাবার চাকুরীর সুবাদে ফরিদপুর সুগারমিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে হাতেখড়ি ইমরুল আহসান মেহেদীর। দুই হাজার আট সালে ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হন এবং নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবারিতে অধ্যায়নের সুযোগ পান। তিন ভাইয়ের মধ্যে মেহেদী দ্বিতীয়। বাবা কৃষিবিদ আহসান হাবিব বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয় এর ম্যানেজিং ডিরেক্টর (সদ্য অবসরপ্রাপ্ত)। চাকুরী জিবনে অত্যন্ত সততা ও সুনাম রয়েছে তাঁর। মা শিল্পী আখতার পরিবার কল্যাণ সহকারী। তাঁরা তাঁদের ছেলের সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com