রাঙ্গামাটি, ৩১ মার্চ, ২০২৩ (): জেলার কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই নতুনবাজার মাঠে তাকে পুলিশের পক্ষ হতে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
এ সময় কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নামাজের জানাযা শেষে তাকে কাপ্তাই লকগেইট এলাকায় দাফন করা হয়।
এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com