প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২০, ১০:০৩ পি.এম
শিশু সহ পলাতক ৬ পরিবার মিথ্যা মামলায় পৌর মেয়রের ।

মোঃজুলহাস মিয়া,বরগুনা :বরগুনার আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। বৃহস্পতিবার বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় লিখিত বক্তব্যে পরিবারটির পক্ষ থেকে নুরজাহান নামের এক জন জানান, বিগত দিনে আমতলী ছাত্রলীগ সহ-সভাপতি মতিন খানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মেয়েরের ভাগ্নে।
এ ঘটনায় মতিন খানের বাবা বাদি হয়ে মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে আজাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করলে ক্ষিপ্ত হয় মেয়র মতিয়ার রহমান। এরই যেরে গত ৫ জুন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ও ছাত্রলীগ সদস্য মুরাদকে রাস্তা থেকে ধরে মেয়রের বাসায় নিয়ে প্রথমে মারধর ও পরে রামদা ও চাপাতি দিয়ে ডাকাতির অভিযোগ দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয় মেয়র। এ সময় তারা আরো দাবী করেন মেয়রের বাসায় একাধিক সিসি ক্যামেরা থাকলেও তা প্রকাশ করছেনা মেয়র। একমাত্র সিসি ক্যামেরার ফুটেজই প্রমান করতে পারে মেয়র মতিয়ারের বাসায় ছাত্রলীগ সদস্যরা ডাকাতি করতে গিয়েছে নাকি তারা ছাত্রলীগ নেতাদের মিথ্যা মামলায় ফাসিয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla