ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব মুসলিম ইয়ূথ (ওয়ামী)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বাদ আছর কৃষ্ণকাঠি বিশ্বরোডস্থ মানপাশা ষ্টান্ডে বায়তুল ফালাহ জামে মসজিদে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি মো: আব্দুস সালাম। আলোচনা পেম করেন মসজিদের খতিব মাওলানা মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: আ: রাজ্জাক , সহসাধারণ সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু, মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও মসজিদের শতাধিক মুসল্লিবৃন্দ।
মসজিদের খতিব মাওলানা মো: মিজানুর রহমান বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, আত্মসংযম ও সিয়াম সাধনার মাস। এ মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করবো। সকলকে এবাদত বন্দেগীতে মনোযোগী হতে উদ্বুদ্ধ করতে হবে। মিথ্যা ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। পরকালের কথা স্মরণ করে সকলকে রোজা রাখতে হবে। ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে। ”
আলোচনা শেষে দোয়া মোনাজাত এবং প্রায় ৩ শতাধিক মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com