বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ইউনুস (৪২)কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার আপন চাচা ইমাম হোসেন চাচী লাইলী বেগম ও চাচাতো ভাই রাহুল ও খাইরুল। এমনই অভিযোগ করেছেন আহতর পরিবার।
শুক্রবার (২জুন)সকাল ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর গ্রামে এ ঘটনাঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, নিজের পৈতৃক জমিতে মাটিকাটতে ছিলেন ইউনুস আলী হাং এ সময় তার চাচা ইমাম হোসেন ,চাচী লাইলি বেগম,চাচাতো ভাই রাহুল ও খাইরুল ইসলাম বাঁধা দেন। এ সময় তাদের সাথে কথার কাটাকাটি হয়।এক পর্যায়ে চাচা ইমাম হোসেনের হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়ে ইউনুস। রাহুল ও খাইরুল ইট দিয়ে সরিরের বিভিন্ন স্থানে আঘাত করে। আর চাচী লাইলি বেগম বিচি চেপে ধরে। এ সময় ইউনুস জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসে।
তবে অভিযোগ অস্বীকার করে ইমাম হোসেন বলেন,
ইউনুস ওরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমার পরিবারের লোকজনকে নিয়ে বর্তমান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com