কলাপাড়ার পশ্চিম ধানখালী গ্রামে নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের দোতলার সেন্টারিং করার সময় ভেঙে নিচে পড়ে নেছার সন্যামত (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নেছার সন্যামত একই গ্রামের আবুল সন্যামতের ছেলে এবং ধানখালী ডিগ্রি কলেজের ছাত্র ।
নিহতের স্বজনরা জানান, আজ সকালে নির্মাণাধীন ভবনের দোতলায় সেন্টারিং এর কাজ চলছিল। নেছার এই কাজে সহায়তা করছিল। হঠাৎ সেন্টারিং ভেঙে সে নিচে পড়ে যায় এবং রক্তাক্ত জখম হয়ে আহত হয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা নেছারকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী কবির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই নেছার মারা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, ধানখালীতে ছাদ থেকে পড়ে একটি মৃত্যুর খবর পেয়েছেন। তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
মনির হাওলাদার পটুয়াখালীর জেলা
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com