রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: সোমবার (৫ জুন) "বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি" (বেলা) কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন ও "ঝালকাঠি ইকোপার্ক সংক্রান্ত সমস্যা ও করণীয়"শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে কবি ও লেখক মুঃ আল আমীন বাকলাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় শতাধিক সুধী, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়ক জনাব লিংকন ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা,ভাই চেয়ারম্যান মঈন তালুকদার, আওয়ামীলীগ নেতা সোহেবুর রহমান সোহেল, শাহীন খান, মাহমুদ হোসেন, সালমা খান, খসরুন নোমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ হরি, ইকোপার্ক আন্দোলনের নেতা হোসেন আকতার,তৈল গ্যাস রক্ষা কমিটি ঝালকাঠির আহ্বায়ক জনাব কবির হোসেন, অপরাজিতা ঝালকাঠি র প্রতিনিধি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com