প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২০, ৮:১৬ পি.এম
হুমকির মুখে গাড়িচালকরা ঠাকুরগাঁওয়ে পাকা সড়কে চলছে খড় শুকানো।

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগায়ের পাঁচ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে-গঞ্জে পাকা সড়কের উপর চলছে খড় ধান মাড়াই ও শুকানোর কার্যক্রম । এতে করে পথচারীরা সর্বক্ষণ রয়েছে দুর্ঘটনার আতঙ্কের মধ্যে ।
পাকা সড়কে যানবাহনের চলাচল এর চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে । বৃষ্টি হলে রাস্তা হচ্ছে সেঁতসেঁতে অবস্থা গাড়ি চালকেরা চরম দুর্ভোগ ভুগছে । যেমন বাস-ট্রাক মিনিবাস মোটর সাইকেল রিকশা ভ্যান ইত্যাদি গাড়ি চালকেরা । এ বিষয়ে গাড়ি চালকেরা জানান সরকারের আইন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কৃষকেরা উৎসবের মত করে পাকা রাস্তার উপর নিজ ইচ্ছায় ভোগ দখল করে যাচ্ছে ।
এবং ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমাদেরকে । উল্লেখ্য যে ঠাকুরগাঁওয়ের জেলার হরিপুর উপজেলায় চৌরঙ্গী এলাকায় - গত ১০/০৬/২০২০ ইং তারিখে পীরগঞ্জ উপজেলার দুই সাংবাদিক সংবাদ তথ্য সংগ্রহ করতে গেলে পাকা রাস্তার উপর ধানের খড়ের উপর পিছল খেয়ে পড়ে যায় । এতে করে গুরুত্ব আহত হন তারা । এ বিষয়ে ঠাকুরগাঁয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তিনারা বলেন আমরা মাইকিনের মাধ্যমে সতর্ক করে দেবো বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla