ভোলা জেলার লালমোহন উপজেলায় স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, করোনার দুই বছর সংকট ও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল, গ্যাস ও খাদ্য দ্রবের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব
বাংলাদেশে ও পরেছে এজন্য আমরা দায়ী নয় কিন্তু ভুক্তভোগী হতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী অতীতের সব
সংকটের মত এই সংকটও কাটিয়ে উঠেছেন।
শনিবার (১০জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের
উপর আস্তা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ এবং লালমোহন ও
তজুমদ্দিনকে স্মার্ট উপজেলা বিনির্মানের সুযোগ করে দেওয়ার আহবান জানান।
এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন
বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নয়নের দিকে আরো এগিয়ে যাচ্ছি।
ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা
জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম ।
অনুষ্ঠান শেষে ভোলা-৩ আসনের ২০ জন ও ভোলা-৪ আসনে ১০ স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে ৫০
হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com