বন্ধুদের মিলন উৎসব হলো ভোলা জেলার এসএসসি-৯৮ ব্যাচ ভোলা জেলার। ২ জুলাই সকাল ১১টায় কেক কেটে বন্ধুদের মিলন উৎসব শুরু করেন বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজের হলরুমে। এক মহা উৎসবের মাধ্যমে সকল বন্ধুরা যেন ফিরে গেল সেই কৈশরে পুরনো বন্ধুদের কাছে পেয়ে। আবেগ উচ্ছাস নিয়ে মনের কথা বলতে ব্যাকুল কৈশরের বন্ধুরা। আবেগ আপ্লুত হৃদয়ে সবাই সবাইকে বুকে জাগিয়ে নিয়ে স্মৃতি চারন করছে সেই পুরনো দিনের অভিজ্ঞতা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বন্ধুদের খুঁজে পেতে তেমন বেগ পোহাতে হচ্ছে না। স্বল্প সময়ে সবাইকে কাছে পাওয়া যায় বলে জানান ৯৮ ব্যাচের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com