কে, এম, আল আমিনঃপিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়, গুয়ারেখা ইউনিয়নে ইউপি উপনির্বাচন আগামী ১৭ ই জুলাই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরই সকল প্রার্থীগন গণসংযোগ ও উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীগণ।
নৌকার মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী ফারজানা আক্তার দিবা, ব্যাসকাঠী বাজারে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন, আমি গুয়ারেখা ইউনিয়কে বড্ড ভালোবাসি,বড্ড ভালোবাসি। আমি এ মাটির সন্তান না। কিন্তু আমার শ্বশুরকে আমি খুব কাছ থেকে দেখেছি, এ মাটি ও মানুষকে কিভাবে ভালবাসতেন ।
তিনি নিজের জীবনকে ভাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা,তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়। অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে দেখেছি।তাই তিনি আমার অনুপ্রেরণা, আমি আমার নয়,আমি হব জনতার। আপনারা আমাকে একবার সুযোগ দিন।আমি গুয়ারেখা ইউনিয়নের চিত্র পাল্টে দেবো উন্নয়নের মাধ্যমে। কথাগুলো বলছিলেন একটি উঠান বৈঠকে।
এসময় হাজার হাজার জনতা আবেগপ্রবণ হয়ে নৌকার স্লোগান দিতে দেখা যায়।এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলার থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান। নেছারাবাদ উপজেলা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। সারেংগোকাঠি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম। সমুদয় কাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com