বিনোদন ডেস্ক গত মাসের এরকম একটা সময়ে বিশ্বজুড়ে বলিউডের ফিল্মের ভক্তরা ছিলেন অধীর অপেক্ষায়। পরিচালক রোহিত শেঠির 'সুরিয়াভানশি’ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ২৪শে মার্চ। ছবির নির্মাতারা বক্স অফিস থেকে বিপুল মুনাফার আশা করছিলেন। কারণ ভারতে এক সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল।
কিন্তু করোনাভাইরাস সব উলট-পালট করে দিল। ভারতে এই মহামারি ঠেকাতে ২১ দিনের লকডাউন জারি করা হলো।
'সুরিয়াভানশি’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো। একইভাবে স্থগিত হয়ে গেল পরিচালক কবীর খানের মুভি ‘এইটি-থ্রি’র মুক্তিও। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। এই ছবির কাহিনী সেই ঘটনা নিয়ে। এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। ১০ এপ্রিল এটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com