প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ১০:৫৩ পি.এম
তালতলীর সৈকতে ভেসে এল মৃত ডলফিন/দৈনিক ক্রাইম বাংলা।
এস এম নাসির মাহমুদ।।
বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট র্দৈর্ঘ্যর একটি মৃত ডলফিন।
বৃহস্পতিবার ১৩ ই জুলাই সকাল ১০ টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে ল ঘাট নামক স্থানে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় আসাদুল নামে এক জেলে জানান, প্রায় ৬ ফুট দৈঘর্য ও ২ ফুট ব্যাসের মৃত ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিন চড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় উৎসুখ জনতা এক নজর দেখার জন্য ভীর করছে।
তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়েছি। একই সঙ্গে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হালিমা সর্দার বলেন ধারনা করা হচ্ছে মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পরে মারা যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla