মনির হাওলাদার
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীণ ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতা নিয়ে বাঙালি শ্রমিক ও চায়নাদের মধ্যে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে অফিস সহ একাধিক যানবাহন।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ২০ শ্রমিক ও নিরাপত্তা সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্তনে আনে। এ ঘটনার পর থেকে বাঙালি বিদ্রোহী শ্রমিকদের প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়েছ। এখনো পরিস্থিতির থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে ।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন শ্রমিক ওবায়দুল, শাহিন মোল্লা , নিরাপত্তা গার্ড রাকিবুল ইসলাম ও জিদান। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
সরেজমিনে জানাজায়, দীর্ঘদিন ধরে তাদের বেতনের টাকা কেটে রাখা হচ্ছে। তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ার কারণে আজ শ্রমিকরা প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায়। ভাংচুর করা হয় অফিস ও যানবাহন। এসময় চায়না শ্রমিকদের হামলায় বহু শ্রমিক আহত হয়েছে।
আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের পি ডি ইঞ্জিনিয়ার মো. তৌফিক ইসলাম মুঠোফোনে জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তারা শ্রমিকদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমাধানের জন্য উভয় পক্ষের আলোচনা বৈঠক চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com