বাংলাদেশ সবক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা। দেশের মানুষের কথা তিনি সবসময় ভাবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন। শুক্রবার সকাল ১০টায় নগরের একটি হোটেলের হলরুমে কিডনি ফাউন্ডেশন সিলেটের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে তা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চালু হলে বৃহত্তর সিলেটসহ সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে। কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্য সচিব কর্নেল (অব.) মো. আবদুস সালাম বীরপ্রতীকের সঞ্চালনায় মিলনমেলায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীরউত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ প্রমুখ। এ সময় কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেন ও হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়। এ ছাড়া সকালে সিলেটে এসেই সিলেটের বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমি পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com