প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ৪:২৯ পি.এম
আমতলীতে শিশু ফোরামে কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ।।
শিশু বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌনহয়রানি বন্ধের লক্ষ নিয়ে শুক্রবার সকাল ১০টায় এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৪টি ইউনিয়নের ৪০ জন শিশু নিয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে কাজ করা এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এসভার আয়োজন করে।
সভায় সর্বসম্মতি ক্রমে শিশু কামরুজ্জামান জয়কে সভাপতি ও মো. হৃদয়কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিষিষ্ট আমতলী পায়রা শিশু ফোরাম নামে একটি কমিটি গঠন কর হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল সহ-সভাপতি মোহনা আক্তার, সহ-সাধারন সম্পাদক নাফিজা আক্তার, কোষাধ্যক্ষ ঋতুমনি, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ, কমিউিনিকেশন সম্পাদক মো. সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.হাসিব, শিশু কল্যান সম্পাদক মিষ্টি, কার্যকরী সদসর্যা হলেন মিতু রানী, মারিয়া, লামিয়া, সুরভী, রাজিব ও তানজিল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla