মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) ।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র নৈরাজ্য অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে রবিবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার। এসময় উপজেলা ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে, দেশব্যাপী বিএনপি সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যর বিরুদ্ধে সকলকে সোচ্চার ও যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com