প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৩, ৮:৪৩ পি.এম
আমতলীতে শিশুদের ব্যাতিক্রমধমী উদ্যোগ/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ।।
আমতলীতে শিশুরা এক ব্যাতিক্রমধমী উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের তাক লাগিয়ে দিয়েছে। আমতলী পৌরশহরের জনবহুল মিঠা বাজারে কোন ডাস্টবিন না থাকায় এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন সংগঠিত ইমপ্যাক্ট প্লাস, যুব ফোরাম, শিশু ফোরাম, পৌরসভা ও কমিউনিটির উদ্যোগে ২৮ হাজার টাকা ব্যায়ে একটি পাকা ডাস্টবিন নির্মান করে দেওয়া হয়। সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে ডাস্টবিনের উদ্বোধন করা হয়।
পৌরসভার ৪নং ওয়ার্ড উন্নয়ন কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ফরিদা বেগম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাস, এনএসএস এর মৃদুল সরকার, জ্যাকলিন টুম্পা মন্ডল, যুব ফোরামের সজিব ও মুক্তা, শিশু ফোরামের জয় ও ইমপ্যাক্ট প্লাস এর লিডার মিতু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla