প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৩, ১১:৩২ পি.এম
কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কটি পূর্নিনার জোয়ারে ধরছে ভাঙ্গন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সড়কটি পূর্নিমার জোয়ারের আঘাতে ভাঙ্গন ধরেছে।পূর্নিমার জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভ সড়কের ৮ থেকে ১০ টি স্হানে সড়কটি ভাঙ্গন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই দুপুর ১২ টার পর থেকে দেখা দিতে শুরু করে বলে জানিয়েছেন স্হানীয় প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
কক্সবাজার শহর থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি দেখভালের দায়িত্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিটের। যেসব স্হানে ভাঙ্গন দেখা দিয়েছে, সেখানে সন্ধ্যা ৬ টা থেকে মেরামত কাজ শুরু করেছেন ইউনিটের সদস্যরা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ প্রতিবেদককে জানান, পূর্নিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াতে, সাবরাং, বাহারছড়া ঘাট, মুন্ডার ডেইল, হাদুরছড়া,ও পশ্চিম মুন্ডার ডেইল এলাকার বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দিয়েছে ।
ভাঙ্গনের রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোর কাজ চালিয়ে যাচ্ছে। দেখা গেছে ঢেউয়ের আঘাতে সড়কের কিছু অংশ সাগরে বিলীন হয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে স্হানীয়রা ভিড় জমাচ্ছে বলেও জানিয়েছেন স্হানীয় প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla