প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৩, ৭:৪১ পি.এম
আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১,আহত -৮জন/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ।।
আমতলী-পটুয়াখালী মহাসড়কের উর্শিতলা নামক স্থানে সোমবার দুপুরে পিকআপের চাপায় জামাল (৪০) নামে এক মাহেন্দ্রা যাত্রী নিহত এবং ৮জন আহত হয়েছে। নিহত জামাল কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মহিষকাটা থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র আমতলীর দিকে আসছিল। সড়কের উড়শিতলা নামক স্থানে যাত্রী নামোনোর জন্য মাহেন্দাটি দাড়ালে পিছন থেকে আকস্মিক একটি পিক মাহেন্দ্রাটিকে ধাক্কা দিলে মাহেন্দ্রাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসয় মাহেন্দ্রায় থাকা ৮ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জামাল (৪০) নামে এক যাত্রী মারা যান। আহত অন্যরা হল আরিফ (২৫) লিটন(৩০) হাবিব মিয়া (৬০) ইচাহাক মেম্বর (৭০)। অন্য ৩ জন স্থানীয় ভাবে চিকিৎসা নেয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভির শাহরিয়ার বলেন হাসাতালে নিয়ে আসার পর জামাল মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে পিকআপের চালক মো. লিটনকে পিকআপসহ আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla