অনুসন্ধানী প্রতিবেদক : আর্থ মানবতার সেবাসহ সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে শামিল হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এবিডিএফ)।
সূত্রে জানা যায়,মসজিদ,মাদ্রাসা ,রাস্তাঘাটসহ দেশের বিভিন্ন স্থানে গাছ রোপন করে যাচ্ছে আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এবিডিএফ)।
যশোর জেলার আগড়া গ্রামের ইউনুস আলী জানান, আমার এলাকার রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হয়েছেন।
যশোর জেলার দশপাখিয়া গ্রামের হাবিবুল্লাহ জানান, আমাদের এলাকার কিছু মসজিদ মাদ্রাসায় ওই ফাউন্ডেশন থেকে সাহায্য সহযোগিতা করেছেন।
বরিশাল বিভাগের ভোলা জেলার আব্দুল কাইয়ুম মৃধা বলেন আমাদের এলাকায় বৃক্ষরোপণ করেছেন। অসহায় গরিব মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এবিডিএফ)।এভাবে যদি সকল সংস্থা মানুষের উপকারে কাজ করতো তাহলে সমাজ থেকে নানা বিধি অপরাধ কমে আসতো। মানুষ উপকৃত হত।
আমিনুল বাদসা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এবিডিএফ)এর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমার এই ফাউন্ডেশন মানব কল্যাণের জন্যই করা হয়েছে।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, দেশ ও জাতিকে সুন্দর দূষণমুক্ত রাখার জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগান কে অব্যাহত রেখে আমার এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com