মোঃ নজরুল ইসলাম।।
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদের্শনায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপহার হিসেবে ভোলার লালমোহনে আরও ২৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে ২৭০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। অসহায়দের মাঝে জমিসহ এই ঘর বিতরণ বর্তমান সরকারের এক অনন্য নজির।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃখলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মালেক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল এবং লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com