প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৩, ৮:৫৯ পি.এম
কক্সবাজারের টেকনাফে ভেসে এল তরুন তরুনীর জোড়া লাশ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমাটিন সমুদ্র সৈকতের জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত দুই তরুন- তরুনীর লাশ।
শুক্রবার ১১ আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে সেন্টমাটিনের দক্ষিণ পাড়ার হলবুনিয়া এলাকার পার্শ্ববর্তী সমুদ্র সৈকত থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। সেন্টমাটিনের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক সেলিম হোসেন এ প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার হওয়া তরুন তরুনীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম চলছে।
সেন্টমাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে দক্ষিণ পাড়ার ৯ নং ওয়ার্ডের হলবনিয়া এলাকার জোয়ারের পানিতে এক কিলোমিটারের মধ্যে অজ্ঞাতনামা এ লাশ দুটি ভেসে আসে। স্হানীয় লোকজন দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি বিষয়টি সেন্টমাটিন ফাঁড়ির দায়িত্বরত অফিসারকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla