প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৩, ৭:২৫ পি.এম
কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ র্যাবের হাতে আটক ২/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের মাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫ এর সদস্যরা।
সোমবার ১৪ আগষ্ট ভোরে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন,কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়া এলাকার মোহাম্মদ হোসনের ছেলে ছৈয়দ উল্লাহ(৪২) ও একই এলাকার মৃত জমির হোসেনের ছেলে আব্দুল গফুর(৪০)।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ৩ হাজার পিচ ইয়াবা।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এ র্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ছৈয়দ সাদিকুল হক বলেন,গত ১২ আগষ্ট শনিবার ভোরে সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে বিপুল পরিমান একটি ইয়াবার চালান কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া পানির কুয়া এলাকায় খালাস করে। এ সময় অপর একটি গ্রুপ ইয়াবাগুলো লুট করার চেষ্টা করিলে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মোহাম্মদ রিপন ও দুূদু মিয়া নামের ২ জন গুরুতর আহত হয়।পরের দিন এ ঘটনায় বাদী হয়ে দুদু মিয়া আসামী ছৈয়দ উল্লাহকে প্রধান আসামি করে তার অপর ৫ জনকে সহযোগীর নাম উল্লেখ করে হত্যা চেষ্টার অভিযোগ এনে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।এ মামলার সূত্র ধরে সৈয়দ উল্লাহ ও আত্নগোপনে থাকা গফুর কে আটক করা হয়।
তিনি আরও জানান, নিত্য নতুন কৌশলে মায়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে, মাদকদ্রব্য ইয়াবা। এ সব ইয়াবাগুলো স্থলপথের পাশাপাশি সাগর পথেও ট্রলারযোগে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। নজরদারি বৃদ্ধি করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব১৫ এর অধিনায়ক মেজর ছৈয়দ সাদিকুল হক।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে আটককৃত আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করেছেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla