নাটোর প্রতিনিধি লোকমান হোসেন ঢাকায় কাপড় বিক্রির ব্যবসা করতেন। তিনি গতকাল রোববার করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসেন।
সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে নাটোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার পৈতৃক বাড়ি নাটোর সদর উপজেলার চাঁদপুরে। তিনি ওই গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে।
এলাকবাসী জানান, লোকমান হোসেন গত তিন বছর যাবৎ পরিবার নিয়ে নাটোরের তেবাড়িয়া আরমান মোড়ের আফেজ হোসেন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।নাটোর সদর উপজেলার তেবারিয়া আরমান মোড়ে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com