প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৩, ৯:০৯ পি.এম
কক্সবাজারে লাগোয়া নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে জনপ্রতিনিধির ১ বছর কারাদণ্ডাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার।।
কক্সবাজারের লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া ৭ নং ওয়ার্ডের ফকিরা পাড়া এলাকায় অবৈধ ইটভাটা সংলগ্ন এলাকায় পাহাড় ও ঢিলা কাটার দায়ে এলাকার জনপ্রতিনিধি আবুল কালাম নামে একজনকে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ২৪ আগষ্ট দুপরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘৃমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার জনপ্রতিনিধি আবুল কালাম সরকারি নির্দেশ অমান্য করে পাহাড় কাটার দায়ে এ আদেশ দেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা কতৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫ এর ধারা ৬ (খ) অনুযায়ী ০১(এক) বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।
এ সময় পাহাড় ও ঢিলা কাটা এবংঅবৈধ বালি উত্তোলনসহ সংশ্লিষ্ট অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য উপজেলা প্রশাসনের কঠোর অবস্হান ব্যাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিজ্ঞ বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দীন মোহাম্মদ রেজা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla