প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৩, ১১:৫৪ পি.এম
আমতলীর নাচনাপাড়া গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে ২৭ শে আগস্ট রবিবার সকালে এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে গোষণা করা হয়েছে। আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এ কার্যক্রমের আয়োজন করেন।
আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য প্রায় ৫শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএস এর নির্বাহী পরিচালক এডভোকেট শাহাবুদ্দিন পাননা, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনার ফলক উম্মোচন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla