তালতলী বরগুনা প্রতিনিধি।।
“মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অভিপ্রায় বাংলাদেশের ৬৪ জেলায় বিশ্ববিদ্যালয় চাই”এই শ্লোগানে বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২সেপ্টেম্বর) বিকেলে তালতলী উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা
চ্যানেল আই'এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ হাচানুর রহমান ঝন্টু সঞ্চালনায় ও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রিজভী উল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রোক্টর মুস্তফাজামান, বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধক্ষ রফিকুল ইসলাম টুকু, বরগুনা জেলা আওয়ামী লীগের(সাবেক) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার। আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্না, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কামরুল আহসান , তালতলী সরকারি কলেজের শিক্ষক আব্দুর রহমান, নয়া ভাইজোড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক, নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলার আহ্বায়ক ও ইউপি সদস্য নজরুল ইসলাম খান, সাবেক ইউপি সদস্য খালেদ মাসুদ। তালতলী উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
সভায় বক্তারা বলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে দেশ যখন এগিয়ে চলছে আমরা কেন পিছিয়ে তাই পিছিয়ে থাকার সময় নয়। বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই।
বক্তারা আরও বলেন আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষ। আমাদের ছেলে মেয়েরা লেখা পড়া করার জন্য ভালো কলেজে যেতে হয়, সে জন্য সর্বত্র দক্ষিণ অঞ্চল থেকে যেতে হয় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী,র মত বিভিন্ন অঞ্চলে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে তার নির্বাচিত এ অঞ্চলের মানুষের প্রানের দাবী বরগুনাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।তাহলে পিছিয়ে পড়ায় দক্ষিণাঞ্চলের মানুষ শিক্ষার আলোতে আর উন্নত হবে উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com