মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ হাজার শিশুকে জীবনের জন্য সাঁতার' প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সিআইপিআরবি'র উদ্যোগে জুলাই ২০২৩ থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, ইউকে এবং প্রিন্সেস শার্লিন অফ মোনাকো
ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় প্রজেক্ট ভাসা-২ এর মাধ্যমে আবারো শিশুদের সারভাইভাল সুইমিং স্কিল শেখানোর পরিকল্পনা নিয়েছে সিআইপিআরবি। উপজেলায় ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৬ থেকে ১০ বছর বয়সী শিশুকে জীবন রক্ষায় সাঁতারের কলা-কৌশল শেখানো হবে। ২০২৩ প্রকল্প কর্ম এলাকা কলাপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২টি পৌরসভায় পাঁচ হাজার শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নিয়ে ৩২ টি প্রশিক্ষণ কেন্দ্রে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুই হাজার নয়শত পয়ষট্টি জন শিশু জীবন রক্ষায় সাঁতার এর ২১টি কৌশল সফলভাবে রপ্ত করে 'সুইমসেফ গ্রাজুয়েট' হিসেবে উত্তীর্ণ হয়েছে।
সাঁতারের এই বিশেষ কৌশলগুলো শেখার মাধ্যমে তারা পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা ও তাদের উপস্থিতিতে কেউ পানিতে ডুবে গেলে ডাঙায় থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হবে।
ভাসা প্রজেক্ট -২ বরিশালের ফিল্ড টিম ম্যানেজার, মো: মোতাহের হোসেন জানান, এই সাতার প্রশিক্ষণ কার্যক্রম মে-২০২৩ থেকে শুরু হয়ে অক্টোবর-২০২৩ এর মাঝামাঝি চলমান থাকবে।পরে সেন্টার, ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক সাতার প্রতিযোগিতার মধ্যমে সাতার কার্যক্রম এই বছরের জন্য শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com