মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে মহতী উদ্যোগ নিয়েছেন ম্যানেজিং কমিটি’র সভাপতি শাহিনা পারভীন সীমা।অসহায় একটি পরিবারের শিক্ষার্থী’র মাকে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল তুলে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে বসে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এসব তুলে দেন তাদের হাতে।
জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধি পিতা হাবিবুল প্যাদা ও মাতা পারুল বেগমের দুই সন্তান স্থানীয় গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। ছেলে আবু সালেহ চতুর্থ শ্রেণীতে ও মেয়ে সুমাইয়া শিশু শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে। কিন্তু কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিষয়টি সভাপতি শাহিনা পারভীন সীমার নজরে আসে। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন ওই পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে পারছে না। ওই শিক্ষার্থীদের উপার্জনের একটি ব্যবস্থা করে দিলে তারা বিদ্যালয়ে আসতে পারবে। তখন সভাপতি তার নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ওই শিক্ষার্থীদের মা পারুল বেগমের হাতে একটি সেলাই মেশিন ও শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। যাতে পারুল বেগম সেলাই মেশিন দিয়ে উপার্জন করতে পারে ও তার সন্তানদের নিয়মিতমবিদ্যালয় পাঠিয়ে লেখাপড়া চলমান রাখতে পারে।সেলাই মেশিন হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে অসহায় মা পারুল বেগম বলেন, আমার স্বামী একজন প্রতিবন্ধি। অর্থের অভাবে আমার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছিলাম। কিন্তু সভাপতি আপা আমাকে একটি সেলাই মেশিন দিয়ে উপার্জন করার
ব্যবস্থা করে দিয়েছে। গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রাণী বলেন, আপা সভাপতি হওয়ার পর থেকেই বিদ্যালয়ের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ একটি অসহায় পরিবারের দু’টি শিক্ষার্থীকে ঝড়ে যাওয়া থেকে রক্ষা করেছেন তিনি।
এবিষয়ে গামুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি ওনউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, শিশু দু’টি খুবই
অসহায় একটি পরিবারের সন্তান। অর্থের অভাবে তাদের শিক্ষার পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাই ওদের মাকে একটি সেলাই মেশিন কিনে দিয়েছি। এছাড়া, ওই
শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দিয়েছি। তিনি সমাজের সকল বিবেকবান ও স্বচ্ছল ব্যক্তিদের এবিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com