মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ)।।
ভোলার লালমোহনে পুকুরে ডুবে মোঃ তামিম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া আবাসনে এ ঘটনা ঘটে। তামীম আবাসনের মোঃ মোতাহারের ছেলে।
তামীমের চাচি শাফিয়া বেগম জানান, মা ছেলে দুপুরে খাবার খেয়ে একসাথে ঘুমাতে যায়। মা ঘুমিয়ে পরলে দরজা ফাঁকা পেয়ে তামীম ঘর থেকে বের হয়ে যায়। তামীমের মা রাবেয়া ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজাখুজি করে দেখে ঘরের পাশের পুকুরে ভাসতেছে শিশু তামিম। পরে স্থানীয় লোকজন নিয়ে তামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো: মাহবুবুর রহমান জানান, এমন একটি সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com