যোগেশ, ত্রিপুরা (রামগড়)।।
আজ ২অক্টোম্বর সকালের ৮টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা -জেলার আঞ্চলিক মহাসড়কে ০১নং রামগড় ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের যৌথখামার এলাকা নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান - লাশটি রাস্তার উপরে ডান পাশে পড়ে থাকতে দেখে রামগড় সদর দপ্তরে বিজিবি ও রামগড় থানা পুলিশকে অবহিত । পরে ঘটনাস্থলে রামগড় জোন সদর দপ্তর থেকে বিজিবির সদস্য এবং রামগড় থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) সহ পুলিশ সদস্য উপস্থিত হয়ে অজ্ঞাত দূর্ঘটনা ভারসাম্যহীন এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রামগড় সড়কে লাশটি কোন পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান ঘটনা যথাযথভাবে সত্যতা নিশ্চিত করে জানান -লাশটি ভারসাম্যহীন এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে যে- সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com