মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ড্রেজার মেশিন চুরির মামলায় আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে মামলার শুরুতে এ আসামীকে একজন স্বাক্ষী হিসেবে দেখানো হয়। পরে পুলিশ তদন্তে চোর চক্রের সাথে তার জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।
সোমবার (২ অক্টোবর) মামলার তদন্ত অফিসার এ আসামীকে জেল হেফাজতে রাখার প্রয়োজনীয়তা
উপস্থাপন করলে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী খান মো. রাশেদ পটুয়াখালীর পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। সে তার ব্যবসায়ের জন্য আনলোড ষ্টীল বডির ইঞ্জিন চালিত একটি ড্রেজার মেশিন ক্রয় করে। ড্রেজার মেশিনটি ক্রয়ের পরে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালীর গাজী বাড়ীর সামনে ছোয়ানী খালের নদীর মুখে বাধিয়া রাখে। মেশিনটি দেখাশুনা ও রক্ষনাবেক্ষনের জন্য স্থানীয় মো.ফয়সাল হাওলাদারকে মাসিক ৯ হাজার টাকা বেতনে নিযুক্ত করেন। গত ১০ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ৫ টার দিকে ড্রেজার মেশিনটি ওই স্থান থেকে চুরি
হয়ে যায়। পরে ড্রেজার মালিক খান মো. রাশেদ বাদী হয়ে গত ১৩ জুলাই, ২০২৩ তারিখে ৮ জনের নামসহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে কলাপাড়া থানায়
একটি চুরি মামলা দায়ের করেন। ওই সময় মো. রুহুল গাজীকে মামলার একজন স্বাক্ষী হিসেবে রাখা হয়। কলাপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলা থেকে চুরি যাওয়া ড্রেজারসহ কতিপয় আসামীদের সনাক্ত করেন। পরে একাধীক আসামীর স্বীকারোক্তি মতে মামলার স্বাক্ষী মো. রুহুল গাজীকে আসামী হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হেফাজতে প্রেরন করেন।
এবিষয়ে মামলার তদন্তকারী অফিসার কলাপাড়া থানার এস.আই মো. হুমায়ুন কবির বলেন,আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com