মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মো. তোফায়েল (৩৭) কে হাতুরি পেটা করে ডান হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে । এসময় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আব্দুল্লাহ ষ্টোরে ঢুকে ভাংচুরও করেছে তারা।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বাবলাতলা বাজারে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।ব্যবসায়ী মো.তোফায়েল অভিযোগ করে বলেন, ধুলাসর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.সাইফুল ছাত্রলীগ কর্মী মো.শাকিব ও রনি গাজীসহ ৮/১০ জন প্রতিনিয়ত চাঁদা দাবি করেন। বুধবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হাতুির,রড,স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে মারপিট ও ভাংচুর করে। এতে ব্যবসায়ী মো.তোফায়েলর ডান হাত ভেঙ্গে যায় এবং সারা শরীরে গুরুত্বর জখম হয়।ধুলাসর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.সাইফুলের সাথে একাধিকবার (০১৬১৫৯৩৫৩৪৮) মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেয়া যায়নি।মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ঘটনায় কোন অভিযোগ পাইনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com