প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ৮:৫৭ পি.এম
আমতলীতে জমি বিরোধ কে কেন্দ্র করে সংঘর্ষ- আহত- ৩/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ।।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া উওর রাওগা সাকিনে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় আহত ৩ জন। আহতরা হলেন নিজাম মৃধার মেয়ে মনিরা (১৮) ছেলে আব্দুললাহ,(১৫) নিজাম মৃধা( ৪০) স্হানীয় সূএে জানা যায় একই গ্রামের মিরাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় নিজাম মৃধা তাদের পুরান বাড়ীতে গেলে পূর্বের জের ধরে অহেতুক মিরাজ তর্কে জড়িয়ে কথার কাটাকাটিতে এক পযায় মিরাজ,বেল্লাল মৃধা, শান্তি, কহিনুর অতর্কিত হামলা চালায় এতে মনিরা,আব্দুল্লাহ,ও নিজাম মৃধা গুরুতর আহত হয়, তাদের ডাক চিৎকারে এলাকার সাবেক মেম্বর মো,সিদ্দিক হাওলাদার, জুয়েল হাওলাদার, দুধল খা,সহিদুল আলম এসে তাদেরকে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করেন।মনিরার অবস্থা আশংকা জনক হলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন।রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla