খুলনার পাইকগাছায় জাতীয় সমবায় দিবস উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজনে র্যালি, আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতে উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাড়-লী কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান মেস্তফা কামাল জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, আ. সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, বিআরডিবির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাস ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com