এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের অবরোধ শেষে বাউফলের তেতুলিয়া নদীতে উপকূলীয় জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলিশ শিকারে নেমেছেন। এদিকে এই ২২ দিনের সরকার ঘোষিত অবরোধ সফল ভাবে সম্পন্ন করেছেন নৌ পুলিশ কালাইয়া।
নৌ পুলিশ কালাইয়া এই ২২ দিনে ব্যাপক ভাবে অভিযানের মধ্যদিয়ে তাদের সফলতা অর্জন করেছেন। এবং নৌ অভিযানের পাশাপাশি স্থল অভিযানও করেছেন একাধিক বার। তাদের সফলতায় পঞ্চমুখ। অভিযানে ব্যাপক সারা ফেলেছে। যদিও কয়েকবার অসাধু জেলেদের মুখোমুখি হতে হয়েছে নৌ পুলিশ কালাইয়ার। তারই মাঝে এ অভিযান সফল ভাবে সম্পন্ন করেছেন তারা।
এবিষয়ে কালাইয়া নৌ পুলিশের ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, আপনাদের সকলের সহযোগিতায় সরকার ঘোষিত অবরোধ সম্পন্ন করেছি। এই ২২ দিনে চলা অবরোধে নৌ পুলিশ কালাইয়া অভিযান চালিয়ে মোট ৩৩ জন অসাধু জেলের বিরুদ্ধে ২৩ টি মৎস্য মামলা, ২৬ জনের বিরুদ্ধে ২৬ টি মোবাইল কোর্ট সহ অপ্রাপ্ত ৫৫ জনকে আইনের সাথে সাংঘর্ষিক হওয়ায় মুচলেকার মাধ্যমে অভিভাবকের নিকট জিম্মা প্রদান করা হয়েছে। এবং অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ৩,৭০,৮১,১০০ মিটার আগুনে পুড়ে ধ্বংস করা হয় ও ২,৫,৭৮ কেজি ইলিশ জব্দ পূর্বক বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সহ স্থানীয় অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com