প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৯:১২ পি.এম
আমতলীতে নারীসহ তিনজন গ্রেপ্তার, তিন কেজি গাঁজা উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

এস এম নাসির মাহমুদ
আমতলী উপজেলার খেকুয়ানী বাজার থেকে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর থেকে তিন কেজি গঁাজা জব্দ করা হয়। শনিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার খেকুয়ানী বাজার এলাকার মঞ্জু বেগম, সবুজ মৃধা ও সাকিবুল হাসান ঢাকা থেকে তিন কেজি গঁাজা নিয়ে খেকুয়ানী আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ শুক্রবার রাতে খেকুয়ানী বাজারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে তিন কেজি গঁাজা উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শনিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তিন কেজি গঁাজাসহ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla