মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি-জামায়তের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে মটরসাইকেল শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রাত্যাশী গাজী হাসিবুল ইসলাম হাসিব’র নেতৃত্বে এ শোডাউনটি বের হয়। এতে প্রায় কয়েক’শ নেতাকর্মী মটরসাইকেলে যোগে পৌর শহর, পায়রা বন্দর শেখ হাসিনা সড়কসহ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন করেন। এসময় ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক পথ সভায় এই যুবলীগ নেতা বক্তব্য রাখেন।
যুবলীগ নেতা গাজী হাসিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধাররন সম্পাদকের নির্দেশনায় এবং পটুয়াখালী জেলা যুবলীগের নেতৃত্ব উপজেলা যুবলীগের নেতাকর্মীরা রাজ পথে রয়েছে। বিএনপি-জামাত হরতাল ও অবরোধের নামে সাধারন মানুষের জানমালের কোন ধরনের ক্ষতি না করতে পারে সে জন্য উপজেলা যুবলগের নেতাকর্মীর ঐক্যবদ্ধ রয়েছে। কোথাও কোন অপ্রিতীকর পরিস্থিতির চেষ্টা চালালে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে এমন হুশিয়ার করে দেন। তবে আগমী জাতীয় নির্বাচনে চতুর্থ বারের মত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনকে পুনরায় ক্ষমতায় এনে ঘরে ফিরবেন বলে এই যুবলীগ নেতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com