হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।
১৭ নভেম্বর শুক্রবার দেশের সুনামধন্য কোম্পানি লিডকোর গ্লোবাল লিঃ এর কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমনের আয়োজন করেছে।
এই আনন্দ ভ্রমনে উপস্থিতি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আজমাইন হোসেন ও কোম্পানির এমডি.প্রফেসার ডাক্তার ইসমাইল মিয়াজি এবং মার্কেটিং অফিসার সহ প্রায় ৪০জন ঘুরতে আসেন।
আনন্দ ভ্রমনে ঘুরার পাশাপাশি রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত হোটেল ইনাফ ইন্টারন্যাশনাল হল রুমে কোম্পানির দিক নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কোম্পানির চেয়ারম্যান আজমাইন হোসেন বলেন বাংলাদেশের কান্তি মুহূর্তে আমরা আমাদের কোম্পানি কে তিলে তিলে এই অবস্থানে নিয়ে এসেছি,এখন বাংলাদেশের গুটি কয়েকটা কোম্পানির মধ্যে আমাদের একটা গ্লোবাল কোম্পানি আছে এটা মানুষ জানে।
কোম্পানির এমডি, ডাঃ ইসমাইল মিয়াজি বলেন পাঁচ ছয় বছরে অনেক কোম্পানি আসছে আবার অনেক কোম্পানি চলে গেছে,কারণ তাদের উদ্দেশ্য ভালো ছিলোনা।আর আমরা এই কোম্পানিকে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পেরেছি বলেই আজ আমরা ভালো আছি,এবং ভালো থাকবো কারন আমরা মানুষের কাছ থেকে কিছু নিতে আসিনি, আমরা মানুষ কে দেওয়ার জন্য আসছি। আমরা এই পযন্ত হাজারো মানুষের পাশে দাঁড়িছি এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং হাজারো মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
কোম্পানির.মার্কেটিং ডিরেক্টর মোঃ খোরশেদ আলম বলেন আমাদের মৃলত উদ্দেশ্য হলো নিজেরা ভালো থাকা এবং অন্য কে ভালো রাখা,দেশে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা,এবং আমরা সবাই হাতে হাত রেখে সামনে এগিয়ে চলা,এই প্রত্যাশায় আগামীর বাংলাদেশ কে এবং বাংলাদেশের মানুষ কে কিছু দেওয়ার চেষ্টা করা আমাদের মূলত উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com