কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম (২০) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুর উপর এ ঘটনাটি ঘটে। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও,আকুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আজির উদ্দিন এবং মায়ের নাম ঝরনা বেগম।
দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি। তবে উদ্ধার কারী পথচারীরা জানান, নিহত ফকরুল শেখ কামাল সেতুর উপর ছিল। এসময় ঢাকা গামী পরিবহনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুত্বর আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থাকা জাতীয় পরিচয় থেকে তার পরিচয় পাওয়া গেছে। তবে তিনি কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন তা নিশ্চিত করে জানা যায়নি।তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ মর্গে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com