প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২০, ৫:২৩ পি.এম
সোনাতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়া নিয়োগের অনিয়মের অভিযোগ বরগুনায় ।

বরগুনা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে যখন সারা বিশ্বে স্কুল মাদ্রাসা বন্ধ এ সুযোগে অত্র মাদ্রাসার সুপার অনৈতিক সুবিধা নিয়ে এ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামে সোনাতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়া নিয়োগ পদে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৪-০১-২০২০ তারিখ দৈনিক ইনকিলাব পত্রিকায় অত্র মাদ্রাসার আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। জানা যায় দীর্ঘদিন যাবত ওই মাদ্রাসার আইয়া পদটি শূন্য থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি মোতাবেক মোসাঃ আমেনা (১৯) পিতা মোঃ জলিল শান গাজী মাহমুদ, ১০ নং নলটোনা ইউনিয়ন । একই পদে মোসাঃ মরিয়ম বেগম পিতাঃ মোঃ মোশারেফ মল্লিক আবেদন করেন। আবেদনের মোতাবেক লিখিত পরীক্ষার জন্য গত ০২-০৭-২০২০ তারিখ বরগুনা আলিয়া মাদ্রাসার অফিস কক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় সুপার মোহাম্মদ বনি আমিন সোনাতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলতাফ মল্লিক যোগসূত্রে মরিয়ম বেগমের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে পরীক্ষার সময় সকল প্রশ্নের বলে এবং লিখে দিয়েছে। অভিযোগ করেছেন পরীক্ষার্থী মোসাঃ আমেনা।
আয়া নিয়োগের অনিয়মের ব্যাপারে সুপার মোঃ বনি আমিন সোনাতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সভাপতি মোহাম্মদ আলতাফ মল্লিক এবং পরীক্ষার্থী মোসাম্মৎ মরিয়ম বেগম এর নামে আজ ১৪-০৭-২০২০ ইং তারিখে লিগ্যাল নোটিশ দেন মিস্টার জহিরুল ইসলাম ফোরকান সরকারি উকিল এজিপি জজ কোর্ট বরগুনা জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla