দৈনিক ক্রাইম বাংলা,ঢাকাঃ রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পদযাত্রা ও পথ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ ডেমরার লতিফ বাওয়ানী জুট মিল পর্যন্ত পদযাত্রা ও একাধিক সমাবেশ করেন। পথে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে ১ম পথসভা, চিটাগাং রোডে ২য় পথসভা ও সব শেষে পুরনো ডেমরা রোড দিয়ে পদযাত্রা করে করিম জুটমিল গেটে আরও একটি পথসভা করেন তারা। বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এসব সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি’র উপদেষ্টা ও লতিফ বাওয়ানী জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাল আল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউসিবিএল’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com