কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এক সংগে ৯ দোকান চুরির ঘটনায় নতুন বাজার কাপুড়িয়া পট্টি সড়কে জরুরি সভা করেছে কলাপাড়া বাজার ব্যাবসায়ী সমিতি। এ সভায় উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মুহিব,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,সাবেক চেয়ারম্যান মো.কেরামত হাওলাদার সহ পৌর শহরের ব্যাবসায়ী বৃন্দ। এতে সভাপতিত্ব করেন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম,সহ সভাপতি মোঃ শাহআলম,সিনিয়র সহসভাপতি মো.কাবুল খান,সাংগঠনিক সম্পাদক মো. সুমন প্রমুখ।
ব্যাবসায়ীদের দেয়া তথ্য মতে সদর রোডস্থ কাজী ড্রাগ,নান্নু ট্রেডার্স এবং নতুন বাজারের সুবর্ণা বস্ত্রালয়,নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন,শাহী গার্মেন্টস,বাদশা লাইব্রেরী,শাহা কেবিন ও নরেন্দ্র শাহার মুদি দোকান। মোট ৯টি দোকান থেকে কি পরিমান নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর চক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com