এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বাউফল উপজেলার পূর্ব কালাইয়া ৭৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের আগমনে উৎসব মুখর পরিবেশে বই উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রাক্তন রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা এ.এম.এম ফরহাদ হোসেন উপস্থিত থেকে বই উৎসব উপভোগ করেন। পরে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা এটিএম তারেক হোসেন, প্রাক্তন ছাত্র ইসতিয়াক রাব্বি, হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান সোহেল, সাংবাদিক শেখ এম জাফরান হারুন প্রমূখ।
এসময় শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর দিনেই বই পেয়ে বেশ আনন্দিত। আজ থেকেই তারা বই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আলোকিত হবে তাদের জীবন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com