প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৪, ৫:৫৭ পি.এম
কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু :নেপথ্যের কারিগর হেলাল সেন্ডিকেট/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উখিয়া জালিয়া পালং ২নং ওয়ার্ড কাশিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন উখিয়া পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
জানা গেছে, হেলাল কোম্পানির হয়ে মাটি কাটছিল শ্রমিকরা। এ সময় তাদের ওপর পাহাড় ধসের মাটি এসে পড়লে চাপা পড়েন মুসলিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বনবিভাগ সূত্রে জানা যায় অভিযুক্ত হেলালের বিরুদ্ধে উখিয়া জালিয়া পালং বিটে ২ টি মামলাও রয়েছে। যাহার মামলা নং জালিয়া পালং বিট ২৩/২০২৩ইং/ ইনানী রেন্জ ৬২/২০২৩ ইং ও জালিয়া পালং বিট ৮/২২-২৪ ইনানী রেন্জ ৩১)
গত ১০ডিসেম্বর খতিয়ানভুক্ত জায়গা দাবী করে পাহাড় কাটার ঘটনাস্হল পরিদর্শন করেছেন কক্সবাজার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আনিসুর রহমান।
পাহাড় কাটার ঘটনায় কারা জড়িত ছিল এবং জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্হা নেওয়া হচ্ছে সে প্রশ্নের জবাবে কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, এ ঘটনায় হেলাল ও সরওয়ারের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যাবস্হা নিতেছি। তারা ঐ এলাকার পাহাড় কাটার সাথে জড়িত।খতিয়ানভুক্ত জমি হলেও পাহাড় কাটা বেআইনি,তাদের অনুমতির কোন কাগজপত্র নেই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla