প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ১০:২৩ পি.এম
আমতলী তে প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিককে নিয়ে উধাও অতঃপর প্রেমিক প্রেমিকা শ্রী ঘরে/দৈনিক ক্রাইম বাংলা।।
এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা)।।
বরগুনার আমতলীতে প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিককে নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় প্রবাসী মোঃ লিটন মৃধা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ২৬ আগষ্ট স্ত্রী বাবলি আক্তার ও প্রেমিক মোঃ সাইয়েম মৃধাকে আসামী করে মামলা দায়ের করেন।
জানা গেছে- ২০২৩ সালের গত ৪ আগষ্ট ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের মোঃ ছাদেম আলীর পুত্র প্রবাশী মোঃ লিটন মৃধার সাথে আমতলী পৌরসভার খোন্তাকাটা গ্রামের বাবুল গাজীর কলেজ পড়ুয়া মেয়ে মোসাঃ বাবলীর আক্তারের সাথে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পূর্বেই আমতলী উপজেলায় চলাভাঙ্গা গ্রামের আঃ ছালাম মৃধার ছেলে মোঃ সাইয়েমের সাথে প্রেমের সম্পর্ক ছিল বাবলীর। পরে ২৬ আগষ্ট বাবলী তার প্রবাসী স্বামীর ঘর থাকা ৪ লক্ষ ২৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, আইফোনসহ প্রায় ১৫ লক্ষ টাকা, স্বার্ণালংকার ও জিনিসপত্রসহ প্রেমিক সাইয়েমকে নিয়ে পালিয়ে যায়।
অতঃপর ২৩ জানুয়ারী স্ত্রী বাবলী আক্তার ও প্রেমিক সাইয়েম আমতলী সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পন করলে বিজ্ঞ আদালত তাদের দুই জনকেই বরগুনা জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla