মোঃ কামাল মিয়া, তালতলী বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে আন্ধার মানিক নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এস টি এম নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালি এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা । তিনি বলেন, ‘নদীর পাড়ের মাটি কাটা ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ আন্ধার মানিক নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এস টি এম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি। এ সময় স্কোভেটার মেশিন চালক কাওসার কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইটভাটায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com